ফরহাদ হোসেন, মিরসরাই
মিরসরাই উপজেলা সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
রবিবার (১ জুন) দুপুরে ইউএনও কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন। এ সময় দলটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা নবনিযুক্ত ইউএনও সোমাইয়া আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিরসরাইয়ের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নবাগত ইউএনও সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে সবার সঙ্গে সমন্বয় রেখে জনস্বার্থে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।