চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বসতঘরের দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতের কোন একসময় উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের আনছার আলী মিঝি বাড়ীর ওমান প্রবাসী খাইরুল ইসলামের ঘরে এই ঘটনা ঘটে।
প্রবাসী খাইরুল ইসলাম বলেন, ‘আমার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পাশ^বর্তী নন্দীগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। শুক্রবার বিয়ে শেষে বিকেল ৩ টায় বাড়িতে পরিবারের সদস্যরা এসে ঘরের সামনের দরজার খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোর পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৩টি আলমিরা, ২টি ড্রেসিং টেবিল ও ২টি ওয়্যারড্রপ ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও জায়গাজমির সব কাগজপত্র নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ঘরে শুধু মহিলা সদস্যরা থাকেন। এই ঘটনায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘বসতঘরে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’