মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চট্টগ্রামের মিরসরাই, খাগড়াছড়ির রামগড় ও ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সহস্রাধিক রোগী ফ্রি চিকিৎসা সেবা নিয়েছে। এসময় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ২০ জন ডাক্তার রোগী দেখেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে সকল ধরনের পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা ৭ জন অপারেশন রোগীকেও ২৫ শতাংশ ছাড় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে হজ্ব যাত্রীদের জন্য চালু করা হয়েছে হজ¦ হেলথ চেক আপ প্যাকেজ। প্যাকেজের আওতায় মাসব্যাপী দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং সিজার, ডেলিভারী ও বিভিন্ন অপারেশনেও ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা থেকে চিকিৎসা নিতে আসা রোগী বিবি ছলিমা বলেন, আমি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। কিন্তু শহরে গিয়ে ভালো মানের ডাক্তার দেখানোর অবস্থা নেই। তাই বিএম হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নিয়েছি।
ওসমানপুর ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী খোরশেদ আলম বলেন, কয়েকদিন আগে মাইকে প্রচারে জানতে পারি বিএম হাসপাতালে বাত ব্যাথা ডাক্তার আসবে। পরে ফোনে রেজিস্টেশন করেছি। আজ (শুক্রবার) ডাক্তার দেখাতে আসলাম। ডা. আব্দুল্লাহ আল জাহেদ খুবই সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন।
বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি রাহাত বলেন, আইসিইউ এ্যাম্বুলেন্স, এনআইসিইউ সুবিধা সম্বলিত উত্তর চট্টগ্রামের একমাত্র হাসপাতাল বিএম হাসপাতাল। হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ২০ জন চিকিৎসক প্রায় ১ হাজার ২০০ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। আমরা সিজার, বিভিন্ন জটিল রোগের অপারেশন ও হজ্ব যাত্রীদের ডাক্তারী পরীক্ষায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় সকল প্রকার পরীক্ষায় দেওয়া হয়েছে ২৫ শতাংশ ছাড়।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
মিরসরাইয়ে বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী..


لم يتم العثور على تعليقات