close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মিরপুরে কুপিয়ে হত্যা দম্পতিকে

ফাহিম ইসলাম  avatar   
ফাহিম ইসলাম
****

রাজধানীর মিরপুর ১১ নম্বরে একটি ফ্ল্যাটে মো. পাপ্পু (৩১) ও তার স্ত্রী দোলন দোলা (২৯) কু/পি/য়ে হ/ত্যা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে গাউস মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রে/প্তা/র করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাউস দাবি করেছেন, দোলনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সে খালাতো ভাই পরিচয়ে বাসায় যাতায়াত করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, প/র/কী/য়া/ জনিত বিরোধ থেকেই হ/ত্যা/কা/ণ্ড ঘটে। পাশের ফ্ল্যাটের একজন গাউসকে ছুরি হাতে দেখতে পেয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে পুলিশে খবর দেন।

ম/র/দে/হ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

Комментариев нет