আজ ২৯আগস্ট ২০২৫ ইং তারিখে ঢাকা মিরপুরের ১১ নং সেকশন প্যারিস রোড মাঠে অত্র এলাকার চল্লিশ প্লাস ও পঞ্চাস প্লাস বয়সের খেলোয়াডদের সমন্বয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।উক্ত খেলায় চল্লিশ প্লাস বয়সের টীম দূর্জয় যুব সংঘের সাথে প্রতিদ্বন্দ্বী ৫০ প্লাস বয়সের টীম ফ্রেন্ডস এসোসিয়েশন এর প্রতিদ্বন্দ্বীতা হয়।
দূর্হয় যুব সংঘের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,ফয়সাল সুমন এবং ফ্রেন্ডস এসোসিয়েশন এর নেতৃত্ব দেন সাবেক জাতীয় দলের ফুটবলার আলফাজ হোসেন। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -১৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থি সাবেক জাতীয় দলের ফুটবলার জনাব আমিনুল হক।
উল্লেখ্য, প্রধান অতিথি উপস্থিত হয়ে সাবেক জাতীয় দলের সতীর্থ আলফাজকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ফুটবলের প্রতি ভালবাসা থেকে নিজেই জার্সি বুট পড়ে মাঠে খেলতে নামার আগ্রহ প্রকাশ করেন এবং ফ্রেন্ডস এসোসিয়েশন এর পক্ষে মাঠে নেমে পড়েন।ফলশ্রুতিতে, খেলার মাঠে উপস্থিত হাজারো জনতার মাঝে এক নতুন উন্মাদনার পরিবেশ লক্ষ্য করা যায়। টান টান উত্তেজনার খেলায় প্রথমার্ধেই আমিনুল হকের সুন্দর পাস এ আলফাজ ০-১ গোলে ফ্রেন্ডস এসোসিয়েশন দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন।
এলাকাবাসী ও উপস্থিত জনতার সাথে কথা বলে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অনর্গত ৩নং ওয়ার্ডে কোন খেলার মাঠ নাই।উক্ত প্যারিস মাঠটি উক্ত এলাকার মাঠ হিসেবে সরকারি ভাবে ঘোষনা পেতে এবং এলাকার জনসাধারণের বিভিন সামাজিক,রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড সফল ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য প্যারিস মাঠটি একমাত্র সহায়ক। তাছাড়া এলাকার শিশু কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারিরিক ও মানসিক বিকাশ এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে উক্ত মাঠের ভূমিকা অনস্বীকার্য।