চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জাল্যারমারঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ৬ (ছয়) মাস মেয়াদি একটি এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত স্মারক নম্বর চশিবো/বিদ্যা/কক্সঃ (মহেশ)/৬২২/২০০৭ (অংশ-১)/৩৪৯৮ (২), তারিখ ২৩/০৬/২০২৫ খ্রি. অনুযায়ী জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪ এর ৬৪ নম্বর প্রবিধান অনুসরণ করে এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সাহাদুল ইসলাম (উপজেলা মৎস্য কর্মকর্তা) এবং জনাব নূর মোহাম্মদ বাবুল ও জনাব মোক্তার মিয়া সদস্য মনোনীত হয়েছেন। পদাধিকারবলে সদস্য সচিব হয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ কাইচার লিটন।
উল্লেখ্য, প্রবিধান ৬৫(২) অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে পারবে না।
প্রধান শিক্ষক মোহাম্মদ কাইচার লিটন বলেন, ‘শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে সুশৃঙ্খল এবং কার্যকর রাখার লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তাকে আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন ধারা সৃষ্টি হবে।
একজন পেশাদার শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমি সবসময় বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশ বজায় রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। এডহক কমিটির সকল সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাব—এটাই আমার প্রতিশ্রুতি।’
তিনি আরও বলেন, ‘আমি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানাই—আপনারা যেনো একযোগে সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এডহক কমিটির পাশে থাকেন এবং বিদ্যালয়ের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সহায়তা করেন।’
কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের কাছে বিদ্যালয়ের সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রশাসনিক পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
कोई टिप्पणी नहीं मिली