বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় আন্ডারপাস ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার রাতে মহাস্থান আন্ডারপাস এলাকায় গড়ে ওঠা মৎস্য বাজার ও অসংখ্য দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি শনিবার দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছায় অবৈধ স্থাপনা সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া শাখার ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের তত্ত্বাবধানে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়ারুজ্জামান।
অভিযানে মহাস্থান মহাসড়কের আন্ডারপাস ও ফুটপাত দখল করে গড়ে ওঠা মৎস্য বাজার, সিএনজি স্ট্যান্ড, দোকানপাটসহ প্রায় ২০০টিরও বেশি বাঁশ, কাঠ ও টিনের তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলমুক্ত করা হয়, যা দীর্ঘদিন ধরে দখল হয়ে ছিল।
সহকারী কমিশনার তাসওয়ার তানজামুল হক জানান, অভিযান দুপুর থেকে শুরু হয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত চলেছে। ভবিষ্যতে যদি কেউ পুনরায় দখল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এদিকে মহাসড়ক ও আন্ডারপাস দখলমুক্ত হওয়ায় পথচারী ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বিঘ্নে চলাচলের সুযোগ পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে মহাস্থান বাজারের অনেক দোকানি ক্ষোভ প্রকাশ করে বলেন, "মহাস্থান হাট যেন তাসের ঘর; কিছুদিন পর পর কালবৈশাখী ঝড়ের মতো আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়।"



















