রাজধানীর তেজগাঁওয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে শতাধিক শ্রমিক নাবিস্কো মোড় এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
প্রতিবাদরত শ্রমিকদের দাবি, রোববার (২০ এপ্রিল) এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় কসমেটিকস বিভাগের প্রোডাকশন অফিসার বিধান মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই উর্ধ্বতন কর্মকর্তা এবং কসমেটিকস বিভাগের প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো প্রকার ব্যবস্থা নেননি। এ ঘটনাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, "আমরা ধর্মীয় অনুভূতির উপর আঘাত মেনে নিতে পারি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে।"
ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন। যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, "আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত শেষে অভিযুক্ত কর্মকর্তাকে ইতোমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ বাংলাদেশের মতো ধর্মপ্রাণ সমাজে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এমন ঘটনায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি বলে মত দিয়েছেন সচেতন নাগরিকরা।