বিজয় সরণি সাব স্টেশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে গতকাল ৫টা ৫মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। উত্তরা মেট্রোরেল মেইন ডিপো থেকে কর্মকর্তারা সরজমিনে পর্যবেক্ষণের জন্য বিজয় সরনীতে আসেন এজন্য মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে এত সময় লেগেছে বলে জানান কর্তৃপক্ষ।
Ingen kommentarer fundet