close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মেসির জোড়া অ্যাসিস্টে নাটকীয় জয় ইন্টার মায়ামির

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (৩১ জুলাই) চেজ স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি..

এই ম্যাচ দিয়েই ক্লাবটিতে অভিষেক হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের। এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। আর এবারই প্রথমবারের মতো মায়ামির হয়ে মাঠে নামলেন মেসির জাতীয় দলসঙ্গী ডি পল। জাতীয় দলের হয়ে একসঙ্গে ৬২ ম্যাচ খেলার পর ক্লাব ফুটবলেও আবার একসঙ্গে হলেন তারা।

ম্যাচের প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে শুরু হয় উত্তেজনা। ৫৭তম মিনিটে মেসির পাস থেকে সেগোভিয়ার সহজ গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৮০ মিনিটে অ্যাটলাসের রিভালদো লোজানো বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান।

সবশেষে আসে নাটকীয় মুহূর্ত। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে সতীর্থ ওয়েইগ্যান্ড্টকে পাস দিলে, তিনি খালি জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন। রেফারি ভিএআরের সাহায্য নিলেও গোলটি বৈধ ঘোষণা করেন।

গোল না পেলেও ম্যাচে দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। জুলাই মাসে ইতিমধ্যেই ৫টি অ্যাসিস্ট ও ৮টি গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি।

Nessun commento trovato