মেহেন্দিগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ড: তালুকদার বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই
সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন চানপুর ইউনিয়নের ঝোরখালি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে, এবং মুহূর্তেই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পরিবারগুলোর ঘুম ভেঙে গেলে তারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে তিনটি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তদন্ত চলছে।