মেঘনার আনারপুর মোড়ে বাসচাপায় প্রাণ গেল দম্পতির, শিশুসহ আহত ৩..

এইচ,এম,এ ভূঁইয়া avatar   
এইচ,এম,এ ভূঁইয়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় কুমিল্লার দড়ি লুটেরচরের বিল্লাল-আলেমা নিহত, আহতদের ঢাকায় পাঠানো হয়েছে..

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুর মোড়ে বাসচাপায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দড়ি লুটেরচর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫০) এবং তার স্ত্রী আলেমা বেগম (৪৫)। তারা মেয়ের বাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে আনারপুর মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন তাদের নাতনি আনিসা (৪), ছেলের স্ত্রী অঞ্জনা (২৩) এবং অটোরিকশা চালক আব্দুল করিম (৪০)। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, “বাসচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। বাসটি আটক করা হয়েছে এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে।”

নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

No comments found


News Card Generator