মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নীল বয়ার নিকটে একটি লবণের বোট ও একটি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় লবণের বোটটি ডুবে গেছে। জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল ২০২৫) আনুমানিক দুপুর ১২টা ৫..

মেঘনা নদীতে লবণের বোট ডুবে, কোস্ট গার্ডের তৎপরতায় ৭ জন ক্রু উদ্ধার

 

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে নীল বয়ার নিকটে একটি লবণের বোট ও একটি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনায় লবণের বোটটি ডুবে গেছে। জানা গেছে, রবিবার (২৮ এপ্রিল ২০২৫) আনুমানিক দুপুর ১২টা ৫ মিনিটে ‘যমুনা তরী’ নামে একটি লবণের বোটের সঙ্গে ‘এমবি জোবাইদা ফারহান’ নামের একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যমুনা তরী বোটটি ঘটনাস্থলেই ডুবে যায়।

 

ঘটনার পরপরই নলছিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিসিজি স্টেশন হাতিয়ার স্টেশন কমান্ডারকে অবহিত করলে কোস্ট গার্ডের পক্ষ থেকে পিও এম সানোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার কার্যক্রমে নলছিড়া নৌ পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

 

উদ্ধারকারীরা জানান, যমুনা তরী বোটের ৭ জন ক্রুর মধ্যে ২ জন নিকটবর্তী অপর একটি লবণের বোটে নিরাপদে উঠতে সক্ষম হন। বাকি ৫ জন ক্রুকে বাল্কহেড এমবি জোবাইদা ফারহানে উদ্ধার করা হয়। পরে বাল্কহেডটি উদ্ধারকৃত ৫ জন ক্রুসহ নলছিড়া নৌ পুলিশের কাছে বিকাল ৪টা ১০ মিনিটে (১৬১০ ঘটিকায়) হস্তান্তর করা হয়।

 

কোস্ট গার্ড স্টেশন হাতিয়া সূত্র জানায়, দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে সফল উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Keine Kommentare gefunden