কুমিল্লার মেঘনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃবেলায়েত হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শাহে আলম, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী সহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে যুবকদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির আহ্বান জানানো হয় এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, নির্বাচিত যুবকদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়, যাতে তারা স্বনির্ভর হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।