জিএম রাশেদ কচুয়া উপজেলা প্রতিনিধি
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক পরিবারকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের তথ্যমতে, গ্রামের বাসিন্দা বোরহান, পিতা আবুল কালাম — যিনি আগে একজন অটোরিকশা চালক ছিলেন — হঠাৎ করেই আর্থিকভাবে উন্নত হয়ে ওঠেন। গ্রামবাসীর অভিযোগ, বোরহান এখন একটি সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েছেন এবং তার এই কর্মকাণ্ডে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি প্রতিবেশী দুই চাচাতো ভাই — হৃদয় ও রিয়াদ — বোরহানের বিরুদ্ধে মুখ খুললে, পরদিনই তাদের নিজ বাড়িতে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে দাবি করেছে তাদের পরিবার।
এ ঘটনার প্রতিবাদে আক্রান্ত পরিবার প্রতিবাদ জানালে, বোরহান ও তার সন্ত্রাসী বাহিনী আবারও হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, রাস্তায় চা খাওয়ার সময় হৃদয় ও রিয়াদের বাবার ওপর প্রকাশ্যে আক্রমণ করে তারা।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, বোরহান ও তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং মাদক ব্যবসা সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এ ব্যাপারে কচুয়া থানা পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।



















