close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মেঘ বালিকা।। - শাহানাজ পারভীন 

LATIF MORAL avatar   
LATIF MORAL
****

 

সাদা শুভ্র মেঘের ভেলায় চড়ে
মেঘ বালিকা কে বন্ধু করে 
রংধনুর সাতটি রং এর ছোঁয়া মেখে 
 ফিরবো কোন এক অচেনা তটে।
নিঃশব্দের রাতের ঝিঁঝি পোকার ডাক ,
টিনের চাল বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির টাপুর টুপুর 
অজানা অচেনা পরিবেশের অজানা ইশারা 
নিভু নিভু প্রদীপের তেল শেষ হয়ে আসা 
সবকিছু কেমন যেন রোমাঞ্চকর ।
আবছা আলো আঁধারের খেলার মাঝে 
সামান্য আলো এসে পড়লো মুখে ।
ধড়ফড় দুরুদুরু নিঃসঙ্গ পথিক মৃদু হাসলো সুখে ।
কে পাঠালো তোকে ভাই? 
শুধালাম সামান্য আশার আলোক রশ্মিকে,
তাও ভালো, এসেছিস মোর জীবনে 
এসেছিস যখন সঙ্গী করে নিয়ে যাস ভালোবাসার গহীনে। 
জানিস আঁধারে আমার ভীষণ ভয় লাগে -
বলেছিল মেঘ বালিকা, আবার নেব তোমায় 
যখন শেষ হবে পৃথিবীর সব অন্ধকারের সময়।
হাসবে পৃথিবী ,ভাসবে তুমি,বন্ধু হব আমি 
শরতের নীল আকাশে শুভ্র মেঘের বালিকা‌।।

Không có bình luận nào được tìm thấy