সাদা শুভ্র মেঘের ভেলায় চড়ে
মেঘ বালিকা কে বন্ধু করে
রংধনুর সাতটি রং এর ছোঁয়া মেখে
ফিরবো কোন এক অচেনা তটে।
নিঃশব্দের রাতের ঝিঁঝি পোকার ডাক ,
টিনের চাল বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির টাপুর টুপুর
অজানা অচেনা পরিবেশের অজানা ইশারা
নিভু নিভু প্রদীপের তেল শেষ হয়ে আসা
সবকিছু কেমন যেন রোমাঞ্চকর ।
আবছা আলো আঁধারের খেলার মাঝে
সামান্য আলো এসে পড়লো মুখে ।
ধড়ফড় দুরুদুরু নিঃসঙ্গ পথিক মৃদু হাসলো সুখে ।
কে পাঠালো তোকে ভাই?
শুধালাম সামান্য আশার আলোক রশ্মিকে,
তাও ভালো, এসেছিস মোর জীবনে
এসেছিস যখন সঙ্গী করে নিয়ে যাস ভালোবাসার গহীনে।
জানিস আঁধারে আমার ভীষণ ভয় লাগে -
বলেছিল মেঘ বালিকা, আবার নেব তোমায়
যখন শেষ হবে পৃথিবীর সব অন্ধকারের সময়।
হাসবে পৃথিবী ,ভাসবে তুমি,বন্ধু হব আমি
শরতের নীল আকাশে শুভ্র মেঘের বালিকা।।