ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৫ সালের আয়োজিত বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভালুকা পৌর এলাকায় উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানকে ঘিরে ময়মনসিংহ শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, জনতার মেয়র আলহাজ্ব মোঃ হাতেম খান। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও সমাবেশে নেতৃত্ব দেন ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মাহাবুল আলম মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন। তাঁদের সুপরিকল্পিত দিকনির্দেশনায় পৌর শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয়তাবাদী চেতনার শ্লোগানে মুখরিত হয় পরিবেশ। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নাট্য পরিবেশনার মাধ্যমে শ্রমিক আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরেন।