close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মদুশঙ্কার হ্যাটট্রিক! তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও ৭ রানে হেরে গেল জিম্বাবুয়ে ১ম ওয়ানডেতে।..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
সফরকারী শ্রীলংকা এবং (স্বাগতিক) জিম্বাবুয়ের মধ্যকার ২ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ।..

জিম্বাবুয়ের হারারে-তে গতকাল (২৯ আগস্ট) সিরিজের ১ম ম্যাচে মাঠে নামে দুই দল। টসে জয়লাভ করে স্বাগতিকরা প্রথমে ফিল্ডিং বেছে নেয়। 

শ্রীলংকা তাদের ইনিংসের শুরুতে খুব একটা স্বস্তিতে ছিল না। প্রথম ৫ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ৯/১। তারপর ওপেনার পাথুম নিসাঙ্কার দায়িত্বশীল ব্যাটিং এবং শেষদিকে জানিথ লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিসের (৬ষ্ঠ উইকেটে) ঝড়োগতির ৮৩ বলে ১৩৭ রানের জুটির কারণে লঙ্কানরা নির্ধারিত ৫০ ওভারে ২৯৮/৬ রান সংগ্রহ করে। নিসাঙ্কার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৬ (৯২) রান ১২টি চার সহ। লিয়ানাগে করেন ৭০* রান ৪৭ বল খেলে ৬টি চার ও ৩টি ছয়ের মাধ্যমে। আর কামিন্দু ইনিংসের শেষ বলে আউট হন ৫৭ রান করে ৩৬ বলের মোকাবেলায় ৪টি চার ও ২টি ছয় সহ। জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ২টি উইকেট লাভ করেন ৩৪ রান দিয়ে। 

২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তাদের ইনিংসের ১ম ওভারেই ০ রানে ২ উইকেট হারায় আসিথা ফার্নান্ডোর বলে! তারপর ওপেনার বেন কারেন এবং (ভারপ্রাপ্ত) অধিনায়ক শন উইলিয়ামসের মধ্যে (৩য় উইকেট জুটিতে) ১১৮ (১৩০) রান আসে। বেন কারেন ৮টি চার সহ ৭০ (৯০) এবং উইলিয়ামস ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৭ (৫৪) রান করেন। পরে আরেকটি মূল্যবান জুটি হয় স্বাগতিকদের ৬ষ্ঠ উইকেটে। দলের মূল তারকা সিকান্দার রাজা এবং টনি মুনিয়োঙ্গার মধ্যে ১২৮ রানের (দ্রুত) ১১৫ বলে। 

জিম্বাবুয়ের রান যখন ৪৯ ওভার শেষে ৫ উইকেটে ২৮৯ এবং জয়ের জন্য যখন শেষ ৬ বলে মাত্র ১০ রান প্রয়োজন, তখন আসলে ম্যাচের মূল ঘটনাটি ঘটে। শেষ ওভারে বল করতে আসেন লঙ্কান দলের অন্যতম ট্রাইক বোলার দিলশান মদুশঙ্কা। তার ওভারের ১ম বলে ম্যাচের জয়-পরাজয়ের মাঝে দাঁড়িয়ে থাকা সিকান্দার রাজা ৯২ রান করে (৮৭ বলে ৮টি চার সহ) বোল্ড হয়ে যান। তারপর ২য় বলে ব্রাড ইভান্স (আ. ফার্নান্ডো কর্তৃক) ক্যাচ এবং ৩য় বলে এনগারাভা বোল্ড হন। মদুশঙ্কা ঐ (শেষ) ওভারে হ্যাটট্রিক তো করেনই; এবং রান দেন মাত্র ২! জিম্বাবুয়ে ৫০ ওভার শেষে ২৯১/৮ রান করে মাত্র ৭ রানের হতাশাজনক হার মেনে নিতে বাধ্য হয়। মদুশঙ্কা এ ম্যাচে আরো একটি উইকেট পান এবং তার সহযোগী আ. ফার্নান্ডো ৩/৫০ উইকেট নেন। 

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হ্যাটট্রিক-ম্যান বাঁহাতি পেসার দিলশান মদুশঙ্কা তার ৪/৬২-এর জন্য।

 

[তথ্যঃ গুগল এবং ক্রিকবাজ।]

No se encontraron comentarios