close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে শ্যামনগরে ৫০ হাজার টাকা জরিমানা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে..
শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
 
মঙ্গলবার (০৮ এপ্রিল '২৫) দুপুরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ-জরিমানা করা হয়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি সময় মোস্তফা মল্লিক হাতেনাতে আটক করে। তাকে পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমান এবং অনাদায় সাত দিনের জেল দেয়। পরবর্তীতে টাকার পরিশোধ করার পরে অসাধু মধু ব্যবসায়ী মোস্তফা মল্লিককে ছেড়ে দেওয়া হয় বলে জানাযায়।শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মধুর বাক্সে চিনি দিয়ে মধু তৈরি করা হচ্ছে। এ কারণেই আমরা মোস্তফা মল্লিকের মধুর খামার থেকে তাকে হাতেনাতে চিনি অবস্থায় ধরে ফেলি।
 
পরবর্তীতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়। এবং পরবর্তীতে যদি এ ধরনের কাজ কেউ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় অভিযানে উপস্থিত ছিলেন,বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির।
Nema komentara