মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেললো নতুন গান
মধুপুর প্রতিনিধি: (ইসমাইল হোসেন)
দর্শকের অনুরোধে প্রকাশিত হলো “মধুপুর সিটি-২”
টাঙ্গাইলের মধুপুরে আবারও জমে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন। আলোড়ন তোলা গান “মধুপুর সিটি -১ পর এবার দর্শক-শ্রোতার অনুরোধে নতুন গান “মধুপুর সিটি-২” প্রকাশ করেছে Tmmc Studio Official।
গানটিতে কণ্ঠ দিয়েছেন – Mededi Hasan, Mafuz Khan, SA Shakil, SR Sohel, Sohel, Samiul Alim ও Sojib। গানের কথা লিখেছেন Mehedi Hasan। সুর করেছেন Intu Richil। ভিডিওতে চিত্র ধারণ করেছেন Fahim, সম্পাদনা করেছেন Intu Richil। মিউজিক ডিরেক্টর SA Shakil। আর পুরো ভিডিও পরিচালনা করেছেন SA Shakil ও Mehedi Hasan।
গান প্রকাশ উপলক্ষে ডিরেক্টর শাকিল ভাই বলেন—
“প্রথম গান ‘মধুপুর সিটি’ স্থানীয় ও প্রবাসী দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। তাই দর্শকের সেই ভালোবাসা থেকেই আমরা ‘মধুপুর সিটি-২’ প্রকাশ করেছি। আশা করছি, এটি সবার মন জয় করবে।”
বর্তমানে গানটি ইউটিউবে Tmmc Studio Official চ্যানেলে পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।