close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেললো নতুন গান

Ismail Hossen avatar   
Ismail Hossen
মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেললো নতুন গান

মধুপুরের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেললো নতুন গান
মধুপুর প্রতিনিধি: (ইসমাইল হোসেন)
দর্শকের অনুরোধে প্রকাশিত হলো “মধুপুর সিটি-২”
টাঙ্গাইলের মধুপুরে আবারও জমে উঠেছে সাংস্কৃতিক অঙ্গন। আলোড়ন তোলা গান “মধুপুর সিটি -১  পর এবার দর্শক-শ্রোতার অনুরোধে নতুন গান “মধুপুর সিটি-২” প্রকাশ করেছে Tmmc Studio Official।

গানটিতে কণ্ঠ দিয়েছেন – Mededi Hasan, Mafuz Khan, SA Shakil, SR Sohel, Sohel, Samiul Alim ও Sojib। গানের কথা লিখেছেন Mehedi Hasan। সুর করেছেন Intu Richil। ভিডিওতে চিত্র ধারণ করেছেন Fahim, সম্পাদনা করেছেন Intu Richil। মিউজিক ডিরেক্টর SA Shakil। আর পুরো ভিডিও পরিচালনা করেছেন SA Shakil ও Mehedi Hasan।

গান প্রকাশ উপলক্ষে ডিরেক্টর শাকিল ভাই বলেন—
 “প্রথম গান ‘মধুপুর সিটি’ স্থানীয় ও প্রবাসী দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। তাই দর্শকের সেই ভালোবাসা থেকেই আমরা ‘মধুপুর সিটি-২’ প্রকাশ করেছি। আশা করছি, এটি সবার মন জয় করবে।”

বর্তমানে গানটি ইউটিউবে Tmmc Studio Official চ্যানেলে পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

No comments found


News Card Generator