close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মাসুদ জাহাঙ্গীরের ‘খুটির জোর’ কোথায়? বোচাগঞ্জে সরকারি জমি দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রশাসন নীরব!..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

 

দিনাজপুর প্রতিনিধি খান মোঃ আঃ মজিদ 

 

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ জাহাঙ্গীরের খুটির জোর কোথায়— এ প্রশ্ন এখন এলাকাবাসীর মুখে মুখে। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সেতাবগঞ্জ পৌর শহরের সিনেমা হল রোডে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অথচ এতদিনেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট মৌজার ৭৩নং খতিয়ানভুক্ত ২২৩নং দাগে ফাগু মিস্ত্রির নামে রেকর্ডভুক্ত ২ শতক ও সুধীর কুমার মিত্রের নামে রেকর্ডভুক্ত ১৬.৫ শতক সরকারি খাস জমি রয়েছে। অভিযোগ রয়েছে, মাসুদ জাহাঙ্গীর ওই জমি অবৈধভাবে দখল করে সেখানে গোডাউন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করেছেন এবং সেখান থেকে লক্ষাধিক টাকা আয় করছেন।

 

১৯৯৫ সালে তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক এ জমি উদ্ধারে অভিযান পরিচালনা করতে গেলে মাসুদ জাহাঙ্গীর তার পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে বাধা প্রদান করেন বলে জানা যায়। এমনকি সরকারি কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। ওই ঘটনায় মাসুদ জাহাঙ্গীরসহ তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

 

এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে— একদিকে তিনি সরকারি দলের পৌর কমিটির প্রথম সারির নেতা, অন্যদিকে অবৈধ দখলদার; তাহলে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত বিলম্ব করছে কেন?

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফ হাসান বলেন,

 

> “অর্পিত সম্পত্তিটি অবৈধভাবে দখল করার বিষয়টি আমরা অবগত হয়েছি। অর্পিত সম্পত্তি লিজ বহির্ভূতভাবে দখলের কোনো সুযোগ নেই। নথি যাচাই করে প্রয়োজনে উচ্ছেদমূলক অভিযান পরিচালনা করা হবে।”

 

এদিকে, স্থানীয় ভূমিহীনরা প্রত্যাশা করছেন— উপজেলা প্রশাসন দ্রুত এই সরকারি জমি দখলমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

لم يتم العثور على تعليقات


News Card Generator