close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের ৭০ ফুট পতাকা নিয়ে হাজির ঢাবি শিক্ষার্থীরা..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের ৭০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিয়েছেন ।..

শনিবার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে (ভিসি চত্বর) থেকে এই মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এর আগে শনিবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বরে জড়ো হতে শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনের শহীদেরা, লও লও লও সালাম', 'হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম', 'তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, 'গোলামি না আজাদি, আজাদি আজাদি' সহ নানা স্লোগান দেন।

কর্মসূচীতে সংহতি জানিয়ে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, ফিলিস্তিন, গাজা, রাফাহ শুধু মুসলমানদের প্রতীক নয়, বরং বিশ্বের সকল নিপীড়িত মানুষের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য প্রার্থনা করা শুধু মুসলমান হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব; নিপীড়িতের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য।

Nema komentara