close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

‎মাওলানা রঈস উদ্দীন হত্যাকাণ্ডে তালামীযে ইসলামিয়ার নিন্দা : অপরাধীদের বিচার নিশ্চিতকরণ ও অসহযোগী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান..

Abdul Aziz avatar   
Abdul Aziz
মব সৃষ্টি করে গাজিপুরের একটি মসজিদের ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দীনকে নৃশংসভাবে হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ভিকটিমকে অসহযোগিতারও প্রতিবাদ জান..

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অপবাদ দিয়ে মাওলানা রঈস উদ্দীনকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সংক্ষুব্ধ ও ব্যথিত। শুধুমাত্র ভিন্ন আদর্শের অনুসারী হওয়ার কারণে ফিলিস্তিন ও ভারতের মজলুম মুসলমানদের পক্ষে সমাবেশে অংশগ্রহণ করায় তাঁকে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে অমানবিক নির্যাতন করা হয়। একটা স্বাধীন দেশে এ ধরনের অমানবিকতা ও অন্যায় কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

‎নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর নির্যাতিত সেই ইমামের চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তাকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে এবং পরবর্তীতে পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে একজন পুলিশ সদস্য তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। এটা চরম অমানবিক আচরণ। এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নানা অসহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। মব সৃষ্টিকারীদের স্পষ্ট ভিডিও থাকা সত্ত্বেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত রহস্যজনক। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি। পাশাপাশি যে পুলিশ সদস্যরা নির্যাতিত ইমামের চিকিৎসার ব্যবস্থা না করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছি।

Nema komentara