বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিন এর খুনিদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ছাত্রসেনা কুতুবদিয়া শাখা। শুক্রবার (২মে) বিকেল ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল কুতুব আউলিয়া মাজার এলাকা থেকে শুরু হয়ে বড়ঘোপ ফুলতলা নামক স্থানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফিলিস্তিনের পক্ষে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে ফেরার পথে রবিবার (২৭ এপ্রিল) সকালে গাজিপুরে তাকে বলাৎকারের অভিযোগে প্রকাশে নির্যাতন করা হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের মাধ্যমে গাজিপুর জেলা কারাগারে প্রেরণ করে। ওই রাতে তিনি অসুস্থ হলে তাকে তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।