মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের উপস্থিতিতে জেলা পুলিশ গোপালগঞ্জ এর বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত............

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
আজ ১১ আগস্ট ২০২৫ খ্রি. (সোমবার), ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয় গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় যোগদান করেন।..

সভায় উপস্থিত হয়ে মাননীয় ডিআইজি মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি সকলকে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এরপর গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স এর ড্রীল শেডে  অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। উক্ত সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ এবং সদস্যবৃন্দ সরাসরি তাদের সমস্যাগুলো তুলে ধরেন। একটি উন্মুক্ত পরিবেশে, আন্তরিকতার সাথে সমস্যাগুলোর শুনানি হয় এবং ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার সহ অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ), সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ সহ অন্যান্য অফিসার - ফোর্স। অতঃপর সদর থানায় নবনির্মিত জুনিয়র অফিসার্স ডরমিটরি ভবন, গোপালগঞ্জ এর শুভ উদ্বোধন করেন।

Minti Ahmmed
Minti Ahmmed 11 days ago
Good
0 0 Reply
Show more