আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের উদ্যোগে প্রায় ৫ হাজার মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় প্রদক্ষিণ করে।
শোভাযাত্রার পূর্বে বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির ও মান্দা আসনের প্রার্থী খন্দকার আব্দুর রাকিব। তিনি বলেন,
“মান্দার মানুষ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
তিনি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও আগামীর পরিকল্পনা তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান এবং মাস্টার রফিকুল ইসলাম। নেতৃবৃন্দ নির্বাচনকে ঘিরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে শোভাযাত্রাটি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মান্দা ফেরিঘাট, জলছত্র মোড়, পাঁজরভাঙ্গা বাজার, জোতবাজার, প্রসাদপুর বাজার, দেলুয়াবাড়ি ও সাবাই বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল এ শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে । এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।



















