close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ..

Al amin Shadin avatar   
Al amin Shadin
****



আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ছাগল ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় ৮০টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে ২টি করে ছাগল, ৪টি খুঁটি ও ২টি ঢেউটিন দেওয়া হয়। এর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতবাড়ি নির্মাণ ও পশুপালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান ও ভেটেরিনারি সার্জন ডা. তানভীর হাসান।

এসময় প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে উপকরণ তুলে দেন।

Nessun commento trovato


News Card Generator