রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে এই দুর্ঘটনায় প্রাণ হারানোদের কবরস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভবিষ্যতে এই কবরস্থান স্মৃতি সংরক্ষণস্থল হিসেবে রক্ষিত থাকবে বলেও জানানো হয়েছে।
গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে।
এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট এবং একজন শিক্ষিকা ছিলেন, বাকি সবাই স্কুলের কোমলমতি শিক্ষার্থী।
ঘটনার পরদিন (২২ জুলাই) এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, "বিমান দুর্ঘটনায় আজ সারাদেশের মানুষ শোকস্তব্ধ। এ ধরনের দুর্ঘটনার কথা কেউ কল্পনাও করেনি। আমরা নিজেরাই এর উত্তর খুঁজে পাচ্ছি না। নিহতদের পরিবারকে কী বলব, ভাষা হারিয়ে ফেলেছি। এখনও হাসপাতালে আহতরা মৃত্যুর সঙ্গে লড়ছে। অনেক বাবা-মা সন্তানকে খুঁজে ফিরছেন।"
এই ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতীয় পতাকা দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনে অর্ধনমিত রাখা হয়েছে। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হচ্ছে।