close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাইলস্টোনে আহত নিহত পরিবারের সদস্যদের মানববন্ধনে শিক্ষক কর্তৃক অভিভাবকে লাঞ্চিতর অভিযোগ..

ShahidulIslamkhokan avatar   
ShahidulIslamkhokan
****

মাইলস্টোনে আহত-নিহত পরিবারের মানববন্ধনে
শিক্ষক কর্তৃক অভিভাবকদের লাঞ্চিতর অভিযোগ 

শহিদুল ইসলাম খোকন : মাইলস্টোনে ট্রাজেডির ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং সারাদেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধসহ ৮ দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত ও আহত পরিবারের সদস্যরা। মঙ্গলবার ১২ আগষ্ট সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রধান ফটক (দিয়াবাড়ি গোলচক্কর) এ কাফন মিছিল ও ৮ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন - মাইলস্টোন স্কুল এন্ড কলেজে  বিমান বিধস্ত ঘটনায় নিহত ও আহতদের অভিভাবকরা। তারা বলেন, আমরা আমানত হিসেবে আমাদের সন্তানদের মাইলস্টোনে দিয়েছিলাম। আমাদের সন্তানরা মারা গিয়েছে এবং এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিক্ষকরা আমাদের কোন সান্ত্বনাও দেয়নি। বরং অধ্যক্ষ ২০ দিন পর আমাদের ঢেকে তার স্কুল বাঁচানোর জন্য আমাদের থেকে স্বাক্ষর নিতে চেয়েছিল, আমরা দেইনি।
এ পর্যন্ত সরকারও আমাদের কোন যোগাযোগ করেনি। আমরা যারা মানববন্ধন করছি আমাদের হুমকি দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ ও বহিরাগত লোক দিয়ে। আমাদের সাথে যে সকল ছাত্ররা ছিল তাদের জোর করে স্কুলে নিয়ে গেছে শিক্ষকরা। তাদের টিসি দিবে হলে হুমকি দিচ্ছে। নিহত ও আহত পরিবারের সদস্যদের যদি কোন রকম হয়রানি করা হয় এবং শিক্ষার্থীদের যদি টিসি দেওয়া হয়ে তাহলে আমরা আরে কঠোর কর্মসূচি পালন করবো।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের জোর করে কোচিং করাতে বাধ্য করেতো। কোচিং  বানিজ্য করে আমাদের রক্ত চুষে অধ্যক্ষ নূরনবী, শিক্ষক খাদিজা আক্তারসহ অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে মাথায় কাফনের কাপর বেধে কাফন মিছিল ও ৮ দফা দাবি আদায়ে মানববন্ধন করছি। 
১.সুষ্ঠ তূদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে।২.আমাদের দাবি গুলো হলো- মাইলস্টোনসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বানিজ্য বন্ধ করতে হবে।৩.সরকারের পক্ষ থেকে নিহতের জন্য ১ কোটি ও আহতদের ১ কোটি টাকা (জরিমানা)  দিতে হবে। ৪. নিহতদের ২ কোটি ও আহতদের ১ টি করে স্কুল কর্তৃপক্ষকে বহন করতে হবে।
৫. রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সরাতে হবে না হয় রানওয়ে সরাতে হবে। ৬. কোচিং ব্যাবসার মূলহোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা খাদিজা আক্তারকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। ৭. স্কুলের সিসি ক্যামরার ফুটেজ দেখাতে হবে। বিমান বাহিনীর প্রশিক্ষণ জনহীন জায়গায় করতে হবে। 
এর আগে কাফন মিছিলে মাইলস্টোনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত সায়মার বাবাকে লান্চিতর অভিযোগ উঠেছে শিক্ষক নোমানের বিরুদ্ধে। এ কারনে অভিযুক্ত শিক্ষক নোমানের পদত্যাগ চেয়ে ৮ দফা থেকে  থেকে ৯ দফা দাবি উঠেছে। 
 
উল্লেখ্য গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধস্ত হয়ে হয়ে মাইলস্টোনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ ৩৪ জন নিহত হয়েছ।

Nenhum comentário encontrado