close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাইলস্টোন দুর্ঘটনায় হাইকোর্টের রুল: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ, আহতদের বিদেশে চিকিৎসার পরামর্শ..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক..

স্টাফ রিপোর্টার | ঢাকা | ২২ জুলাই ২০২৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, ৭ দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করতে হবে।

একইসঙ্গে, দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, আগুনে পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেছেন আদালত।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিয়ে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

এর আগে, জনস্বার্থে দায়ের করা রিট আবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। পাশাপাশি, ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমান ঢাকাসহ দেশের জনবহুল এলাকায় যেন আর না উড্ডয়ন করে—সে বিষয়ে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

রিটে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর অধীনে বর্তমানে কতগুলো ত্রুটিপূর্ণ বিমান রয়েছে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণে কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, তা আদালতের নির্দেশনায় প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে।

Комментариев нет