close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে: মাহফুজ আলম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে শিক্ষার্থীরা ভয় ও আতঙ্কে দিন ক..

মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে: মাহফুজ আলম

ঢাকা: দেশের মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ইসলামবিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে ধর্মীয় শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন পার করেছিল। এখনো রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়নি, তবে সবার জন্য সমান সুযোগ তৈরি করা দরকার।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তামীরুল মিল্লাত মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

রাষ্ট্রের দায়িত্ব জনগণের অধিকার নিশ্চিত করা

মাহফুজ আলম বলেন, “রাষ্ট্র এখনো পুরোপুরি স্বাধীন নয়। আমাদের অনেক দূর যেতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ এবং রাষ্ট্রের উচিত তাদের সমান চোখে দেখা। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, তাদের উচিত দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের উচিত জনগণের মৌলিক অধিকার রক্ষা করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “আমি নিজে তামীরুল মিল্লাতের শিক্ষার্থী ছিলাম। একসময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় প্রকাশ করতে ভয় পেতাম। তবে আজকের দিনে আমাদের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”

ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তামীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আলম এবং ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে নেতিবাচক মনোভাব সৃষ্টি করা হয়েছে, তা প্রতিরোধ করা প্রয়োজন। তারা আরও বলেন, ইসলামিক শিক্ষার গুরুত্ব ও মর্যাদা সমাজের সবাইকে বোঝানো জরুরি।

সমাপ্তি

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সঠিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।

Комментариев нет