মাধবপুরে শিক্ষানুরাগী মাদরাসা গভর্নিং বডি'র সভাপতি সৈয়দ মো: ফয়সলকে সংবর্ধনা..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার  ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল মাদরাসা গভর্নিং বডি'র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মো: ফয়সলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।"

রবিবার (১৩ জুলাই) দুপুরে মাদ্রাসা মাঠে  সংবর্ধনা ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত মাদরাসা গভর্নিং বডি'র সভাপতি, আলহাজ্ব সৈয়দ মো: ফয়সল।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান, ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল।এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আমির হোসেন জাকারিয়া। সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন,এই মাদ্রাসায়  আজকে এলাকার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে।এই মাদ্রাসার প্রতিষ্ঠার অতীত ইতিহাস স্মরণ করে এই বর্ষিয়ান শিক্ষানুরাগী বলেন,মাদ্রাসা প্রথমে আমাদের বসত বাড়ির একটি ছনের ঘরে প্রতিষ্ঠা করা হয়েছিল।পরে ছাত্রছাত্রী বাড়তে থাকায় বর্তমান জায়গায় আপন ঠিকানা হয়।মাদ্রাসার একাডেমিক ভবন ও সুযোগ সু্বিধার জন্য আমাদের পরিবার ও এলাকাবাসি সহযোগিতা করেছেন।তিনি বলেন,আমার জীবনের বাকি অংশ মানুষের জন্য  কাজ করে যেতে চাই।আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই যেখানে কোন বিদ্বেষ হিংসা হানাহানি থাকবেনা।সমাজে কেউ কারো প্রতি জুলুম করলে জুলুমবাজদের রুখে দেওয়া হবে।"

کوئی تبصرہ نہیں ملا