মাধবপুরে সাজাপ্রাপ্ত পেশাদার মাদক কারবারি মানিক গ্রেপ্তার..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ২০১৯ সালের মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়া (৪৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিমনগর ফাঁড়ির পুলিশ। 

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে দেড়টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর ফাঁড়ির এসআই মিজানুর রহমান নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নে'র বেলাপুর গ্রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে আদালত কর্তৃক ২০২৫ সালে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মানিক মিয়া কে গ্রেফতার করেন। সে উপজেলার বেলাপুর গ্রামের মৃত তাহের মিয়ার পুত্র। 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মানিক মিয়া 
আদালত কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  আইনের বিধিমালা ২০১৮-এর ৩৬ (১) এবং ১০ (ক) ধরা মূলে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাপ্ত হয়ে পলাতক ছিল। ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy