close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় ও ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় একই সকালে প্রাণ হারিয়েছেন দুইজন।বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মোশারফ মিয়া উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের স আলীর ছেলে এবং বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ কবির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই সময় (সকাল ৬টার দিকে) ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মনির মোল্লা(৪০) নামে এক মসজিদের ইমাম। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে দাফন সম্পন্ন করেন।অন্যদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা  দুর্ঘটনায় কথা নিশ্চিত করে বলেন মানবিক কারনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে। 

Không có bình luận nào được tìm thấy