close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মাধবপুরে অবৈধ গাছ পাচারকারী র‍্যাব-বন বিভাগের হাতে আটক ৩

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র‍্যাবের যৌথ অভিযানে তিনজন গাছ পাচারকারীকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।"
অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায়। রঘুনন্দন রেঞ্জাধীন জগদীশপুর বিটের ফরেস্টার মো. গোলাম কাদিরের নেতৃত্বে বন বিভাগের স্টাফ এবং র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আট সদস্যের টহল দল এই অভিযান পরিচালনা করে।"
অভিযানকালে মাধবপুরের তেলিয়াপাড়া রেলগেইট এলাকায় নাম্বারবিহীন দুটি ট্রাক্টরে বোঝাই করা আকাশমনি ও গ্রামীণ প্রজাতির বিভিন্ন গাছের গোলকাঠসহ তিন পাচারকারীকে আটক করা হয়।"আটককৃতরা হলেন: রসুলপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে মোহাম্মদ সাইফুল মিয়া (৩০), সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা) এলাকার শিবলাল মুন্ডার ছেলে পান্না মুন্ডা (৩৫), এবং একই এলাকার বিজয় মুন্ডার ছেলে মঙ্গল মুন্ডা (৩৬)।"মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্লা বলেন, “রাতে তিনজনকে থানায় রাখা হয়েছিল। পরে সকালে বন বিভাগের কর্মকর্তারা তাঁদের আদালতে প্রেরণ করার জন্য নিয়ে যান।”

No comments found