close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর জঙ্গল থেকে গলিত মরদেহ উদ্ধার

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া ( ৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।"

আজ শুক্রবার সকালে আখাউড়া সিলেট রেল লাইনের মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার হয়।"
পথচারী স্থানীয় লোকজন পঁচা গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের লোকজন এসে মরদেহটি সনাক্ত করেন।"
জানা গেছে, গত ১৩ মে মঙ্গবার বিকালে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের ৫ সন্তানের জনক মো. ফারুক মিয়া।"

ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা ওই দিন মনতলা বাজার গিয়েছিলেন বাজার করতে।" সে সময়ে একই এলাকার রুবেল নামে এক ব্যক্তি তাকে মোবাইলে কল দিয়ে নিয়ে যান। এরপর থেকে তার বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার বাবার আর খোঁজ পাওয়া যায়নি।"

নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছিল বলে নিহত ফারুকের স্ত্রী জানিয়েছেন।"
এদিকে আজ শুক্রবার মরদেহের খবর পেয়ে পচন ধরা মরদেহটি তার স্বামীর বলে সনাক্ত করেন তিনি।"
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনসহ একদল পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।"

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator