close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাধবপুরে দুই মাথা নিয়ে জন্ম নিলো ছাগলের বাচ্চাটি

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পয়লাবাড়ি গ্রামের শফিউর রহমান চৌধুরীর ছাগল অদ্ভুত একটি বাচ্চা প্রসব করেছে। শনিবার দুপুরে ছাগলটি ওই বাচ্চা প্রসব করে। ছাগল ছানাটির দুইটি মাথা, তিনটি শিঙ ও চারটি চোখ।,

অদ্ভুত এই ছাগলছানাটি দেখার জন্য শফিউরের বাড়িতে বহু লোক ভীড় জমায় বলে পয়লাবাড়ি গ্রামের আক্তার হোসেন নামের এক যুবক জানিয়েছেন। শফিউর ওই গ্রামের আজিজুর রহমান চৌধুরীর ছেলে।'

ছাগলছানাটি বহালতবিয়তে আছে জানিয়ে শফিউর রহমান চৌধুরী এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি।'

মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মিঠুন সরকার এ বিষয়ে জানান, ‘এটা জন্মগত ত্রুটি।’

Hiçbir yorum bulunamadı