মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হাওর অঞ্চলে মৎস্য সম্পদ সংরক্ষণ এর আওতায় জুন মাসে ৩টি অভিযান পরিচালনা করে অবৈধভাবে দেশি প্রজাতির মাছ শিকার করার ১৬ হাজার ৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল এবং একটি মাছ ধরার চাঁই জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
জানা যায়,অবৈধভাবে দেশি প্রজাতির মাছ শিকার বন্ধে উপজেলার হরিশ্যামা, বোয়ালিয়া খাল ও ছাতিয়াইন বাজার সহ জুন মাসে ৩টি অভিযান পরিচালনা করে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) নতুন/পুরাতন, ২১টি কারেন্ট জাল ও১ টি ছাইসহ জব্দ করেছে মাধবপুর উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (০২ জুলাই) বিকেলে জব্দকৃত ১৬ হাজার ৫শ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং একটি মাছ ধরচর চাঁই সহ মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।