close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নয় কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।" 
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোহন ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।"
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পালের নেতৃত্বে ভোর সাড়ে ৬টার দিকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।"
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশবি গ্রামের নুরুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (৩৫), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাইলকিনী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মানিক হোসেন (৩৫) এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মেলাইঞ্জন গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ হোসেন (২৪)।" তারা দীর্ঘদিন ধরে ঢাকার শ্যাওড়াপাড়া এলাকায় বসবাস করছিলেন।"
 মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ-উল্যা জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

没有找到评论