close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস (৩১ জুলাই) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।'
স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান যাচাই ও রোগীদের সার্বিক অবস্থা পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ সফর করেন। সিভিল সার্জনের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ইমরুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার, এমটিল্যাব, নার্সিং সুপারভাইজার এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।'
 পরিদর্শনকালে তিনি ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি বিভাগ, ওষুধ বিতরণ কেন্দ্র, রান্নাঘরসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ কর্নারসমূহ ঘুরে দেখেন। রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান সম্পর্কে তাদের মতামত শুনেন।'
 সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা হচ্ছে সরকারের অগ্রাধিকারমূলক খাত। এখানে রোগীরা যেন সঠিকভাবে চিকিৎসা পান, সেটা নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছি।'
অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “হাসপাতাল পরিচ্ছন্নতা, সময়মতো চিকিৎসা ও ওষুধ সরবরাহ- এসব বিষয়ে মনোযোগ দিতে হবে।'
জনসাধারণের আস্থা অর্জন করতে হলে আন্তরিকতা ও পেশাদারিত্ব অপরিহার্য। পরিদর্শন শেষে তিনি উপজেলার গোয়াসনগর গ্রামে ব্র্যাক পরিচালিত স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, গর্ভবতী মা ও শিশুদের সেবা কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং ব্র্যাক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।'
তিনি ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সরকারি উদ্যোগের সহায়ক শক্তি হিসেবে উল্লেখ করেন।'

لم يتم العثور على تعليقات