রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর মাধবদী থানার খরনমদি মোড় এলাকায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
২ মে (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা খরনমদি মোড়ে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফলমূলের সঙ্গে লুকানো ফেন্সিডিল উদ্ধার করেন। মাদকের চালানটি প্রাইভেটকারের ব্যাকডালার ভেতরে লুকানো ছিল।
আটককৃতরা হলেন— মো. হৃদয় (২৩), পিতা: মো. সোহরাব হোসেন, ঠিকানা: কাউরিয়া পাড়া এবং মো. রবিন খান (৩৫), পিতা: মৃত ফিরোজ খান, ঠিকানা: ব্রাহ্মণপাড়া। দুজনেরই বাড়ি নরসিংদী পৌর এলাকায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে নরসিংদীসহ আশপাশের এলাকায় সরবরাহ করত।
র্যাব-১১-এর এক কর্মকর্তা জানান, “ধৃতরা ফলমূলের আড়ালে ফেন্সিডিল পরিবহন করছিল। তবে র্যাবের গোয়েন্দা নজর এড়াতে পারেনি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।”
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।