জামালপুরের মাদারগঞ্জে ইঞ্জিনিয়ার ফোরামের মিলন মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯জুন) বিকালে উপজেলার মাল্টিপারপাস হল রুমে ঈদুল আজহা পরবর্তী এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এর আগে মাল্টিপারপাস হল রুমে থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খরকা ঝিল পাড়ে গিয়ে শেষ হয়। পরে খরকা ঝিল পাড়ে সহ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন শেষে মাল্টিপারপাস হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিজিএম ও মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার ফোরামের সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকন ইঞ্জিনিয়ার সার্ভিস লি. এর সিও ও ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মসুদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, ইঞ্জিনিয়ারআমিনুল বাশার, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান লিটন,ইঞ্জিনিয়ার অনুপম বাশার,ইঞ্জিনিয়ার মাহামুদুল হাসান ডলার, ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিপন,
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল অন্ত
মাদারগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফোরাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস উপহার প্রদান করা হয়।