সমবায় সমিতির প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত না পাওয়ায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মত দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও অবরোধ পালন করেছে।
সমবায় সমিতির মাধ্যমে প্রতারিত হাজার হাজার গ্রাহকের প্রায় দুই হাজার কোটি টাকা উদ্ধারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জামালপুরের মাদারগঞ্জ। বুধবার বেলা ১০টা থেকে টাকা উদ্ধার সহায়ক কমিটির আহবানে সাড়া দিয়ে ভুক্তভোগী গ্রাহকরা মাদারগঞ্জ উপজেলা পরিষদের সকল সরকারি অফিস বন্ধ করে দিয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছেন।
প্রতারিত গ্রাহকরা জানিয়েছেন গত দুই বছর ধরে মাদারগঞ্জের প্রায় ৩০টি সমবায় সমিতির আনুমানিক ৩২ হাজার গ্রাহকের প্রায় দুই হাজার কোটি টাকা আমানত আটকে আছে। এই বিশাল অঙ্কের টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা পরিবার-পরিজন নিয়ে চরম হতাশা ও আর্থিক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।এসময়
হাজারো গ্রাহকের উপস্থিতিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বর বিক্ষোভে ফেটে পড়ে।



















