সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০৪ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে গতকাল রবিবার (০৩ আগষ্ট) রাতে এসআই আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন। অভিযান চলে শমসেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিমের নির্মাণাধীন মার্কেটের সামনে।
আটককৃতরা হলো;
১) মো. নজরুল ইসলাম (৩২),গ্রাম: পানিউমদা (লেবু বাগান),নবীগঞ্জ,হবিগঞ্জ।
২) মধু মিয়া (৪৫),গ্রাম: বিন্নিগ্রাম,মৌলভীবাজার।
এ সময় নজরুল ইসলামের লুঙ্গির ভাঁজ থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পলাতক একজন আসামি হলো; আনোয়ার মিয়া ওরফে আনর মিয়া (৪৭),গ্রাম: পানিউমদা (মধ্যপাড়া গাংগেরপাড়),নবীগঞ্জ,হবিগঞ্জ।
ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান,আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থানের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক,ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার পর তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।