close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর সুন্দরবনে অবমুক্ত

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলায় অদূরে ঢাংমারি এলাকায় লোকালয়ের একটি খোপ থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।..

বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৬টার দিকে ঢাংমারী গ্রামের তরু মণ্ডলের বাড়ির খোপে ঢুকে মুরগি খেতে দেখা যায় সাপটিকে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বনবিভাগকে খবর দিলে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বনপ্রহরীরা এসে সাপটি উদ্ধার করেন।

সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৮-৯ কেজি।

সকাল ১০টার দিকে সুন্দরবনের অভ্যন্তরে এটি অবমুক্ত করা হয়।

No se encontraron comentarios


News Card Generator