close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ জন আটক,

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ জন আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

 

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে ‘লও ঠেলা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের নয়জন সক্রিয় সদস্যকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে দশটার দিকে মেকআপ খান রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা এলাকায় আধিপত্য বিস্তার ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে রয়েছেন—জোবায়ের ওরফে যুবরাজ (২২), হাসান (১৯), রায়হান (২৭), ওয়াসিম (২৫), আনোয়ার হোসেন রাজু (৩২), নুরুল আমিন (১৮), কামাল হোসেন (২২), শাহিন (২৮) এবং মেহেদী হাসান (২৫)। অভিযানকালে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো ছুরি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এসব অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা। এদের বিরুদ্ধে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন ও সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।

ঘটনার পর মোহাম্মদপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

לא נמצאו הערות


News Card Generator