close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

লঙ্কা জয় করে দেশে ফিরল টাইগাররা, সামনে এখন পাকিস্তান মিশন..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ! প্রেমাদাসা স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা..

তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে দেশে ফিরেছেন লিটন দাস-তাসকিন আহমেদরা।

ওয়ানডে ও টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এই টি-টোয়েন্টি জয় অনেকটা সান্ত্বনার। সিরিজ জয়ের রেশ না কাটতেই বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন খেলোয়াড়, কোচিং স্টাফসহ সফরসঙ্গীরা। তবে বিশ্রামের খুব একটা সুযোগ নেই, কারণ সামনে অপেক্ষায় আরেক গুরুত্বপূর্ণ সিরিজ—পাকিস্তানকে আতিথ্য দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।

গতকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান। তবে ম্যাচের আসল নায়ক ছিলেন বাংলাদেশি স্পিনার শেখ মেহেদি হাসান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট—যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ঝুঁকি না নিয়েই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ১৬.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা। মাত্র ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা।

এই জয় আত্মবিশ্বাসের বড় রসদ হিসেবে কাজ করবে সামনে। কারণ আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

উল্লেখ্য, মে মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই এবার ঘরের মাঠে লড়াইটা শুধু জয়ের নয়, সম্মান পুনরুদ্ধারেরও।

No se encontraron comentarios