লন্ডনে পৌঁছালেন খালেদা জিয়া: উন্নত চিকিৎসার আশায় নতুন অধ্যায় শুরু

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩:১৫ মিনিটে ল
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩:১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এছাড়া, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ অসংখ্য নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য সরাসরি হাসপাতালে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বের হয়ে বিশেষ অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে সরাসরি পশ্চিম লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা শুরু হবে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস হাসপাতালে চিকিৎসার পরিকল্পনা রয়েছে। সফরসঙ্গী ও চিকিৎসা দল তার সঙ্গে লন্ডনে গেছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও দীর্ঘদিনের গৃহকর্মী ফাতিমা বেগম। চিকিৎসায় সহায়তার জন্য মেডিকেল বোর্ডের ছয় সদস্যও রয়েছেন, তাদের মধ্যে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক এফ এম সিদ্দিক উল্লেখযোগ্য। এছাড়া বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও তাবিথ আউয়ালসহ একাধিক কর্মকর্তা সফরসঙ্গী হয়েছেন। দীর্ঘ যাত্রার বিবরণ এর আগে, ভোরে কাতারের দোহা বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি। কাতার থেকে হিথ্রো বিমানের উদ্দেশে যাত্রার সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক অবস্থার খোঁজ নেন। ঢাকা ত্যাগে আবেগঘন বিদায় মঙ্গলবার রাত ১১:৪৫-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। এ সময় দলের হাজারো নেতা-কর্মী বিমানবন্দর সড়কে অবস্থান করে বিদায় জানান। দীর্ঘ চিকিৎসাজনিত সমস্যায় ভোগা এই সাবেক প্রধানমন্ত্রী নতুন চিকিৎসার আশায় নতুন অধ্যায়ের সূচনা করলেন। দেশের রাজনৈতিক মহলেও এ সফর নিয়ে চলছে নানা জল্পনা।
No comments found